রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | লজ্জা মাথা হেঁট বিসিসিআইয়ের, দীর্ঘদিন রিহ্যাবের পরেও ফের চোট পেয়ে আইপিএলের বাইরে তারকা পেসার 

Kaushik Roy | ১৫ মে ২০২৫ ০৪ : ৪১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: সুস্থ হয়ে ফিরে আসার পর ফের চোটের কবলে পড়লেন ভারতের তারকা পেসার। এবার পিঠের চোটের কবলে পড়ে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেলেন লখনউ সুপার জায়ান্টসের পেস বোলার। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স এবং স্পোর্টস সায়েন্স টিমের কাছে অন্তত ছ’মাসের পুনর্বাসনের পর মাত্র দুইটি ম্যাচ খেলেই মায়াঙ্ক আবার চোটে পড়েছেন। আইপিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মায়াঙ্ক যাদব পিঠে চোট পেয়েছেন এবং এই মরশুমের বাকি অংশে আর খেলতে পারবেন না’।

তাঁর পরিবর্তে নিউজিল্যান্ডের উইলিয়াম ও’ রউর্কে লখনউ সুপারজায়ান্টসে যোগ দেবেন। গত বছর মায়াঙ্ক যাদব নিজের কেরিয়ারের প্রথম আইপিএলে চমকে দেন ঘণ্টায় ১৫০ কিলোমিটারের ওপর বল করে। কিন্তু এপ্রিল মাসের প্রথমেই চোটে পড়েন। ছ’মাসের বিশ্রামে পাঠানো হয় তাঁকে। তাঁকে ভারতের বাংলাদেশ সফরের জন্য দলে নেওয়া হয়। কিন্তু সেই সিরিজ শেষ হতে না হতেই ফের পিঠের সমস্যায় পড়েন তিনি।

গত ১৩ মাসে মাত্র ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। আইপিএলে ফিরে মোট আট ওভারে ১০০ রান দিয়ে মাত্র দুটি উইকেট পান। চেনা ছন্দেও দেখা যায়নি তাঁকে। প্রাক্তন এনসিএ স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ জানান, ‘নীতিন প্যাটেল সরে যাওয়ার পর কে মায়াঙ্কের রিহ্যাব পরিকল্পনা ঠিক করলেন, বোঝা যাচ্ছে না। দুটো ম্যাচ খেলেই চোট ফেরার মানে হয়তো তাঁকে আগেভাগেই ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে’।

যে কারণে বড় প্রশ্নের মুখে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। মায়াঙ্কের বারবার চোট পাওয়ার ঘটনা ভবিষ্যতে তাঁর জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিসিসিআইয়ের চুক্তিতে থাকা সত্ত্বেও তাঁর উন্নত চিকিৎসার জন্য হয়তো বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন বলেই জানাচ্ছেন অনেকে। 


নানান খবর

সোশ্যাল মিডিয়া